29,185,530 YouTube Subscribers (all languages)

8,057 Success Stories

×

News-Details

news-1

আমেরিকান ওয়েলনেস সেন্টারে’র আয়োজনে আকুপাংচার দিবস- ২০২৫ পালিত

17 Nov 2025

আমেরিকান ওয়েলনেস সেন্টারের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব আকুপাংচার দিবস- ২০২৫। আজ রোববার (১৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আমেরিকান ওয়েলনেস সেন্টারে এ দিবসটি পালন করা হয়।

এ সময় ‍উপস্থিত ছিলেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের সন্মানিত চেয়ারম্যান মাহবুবুল হক এবং আমেরিকান ওয়েলনেস সেন্টারের ফাউন্ডার বাংলাদেশে ফাংশনাল মেডিসিন এর পথিকৃৎ আমেরিকান হেলথ ইন্সটিটিউট ওফ রিসার্চ সেন্টারের সম্মানিত প্রফেসর ড.মুজিবুল হক সহ ক্লিনিকের ডাক্তার ,নার্স ,পুষ্টিবিদ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।

ড.হক বলেন, আকুপাংচার স্পেশালিষ্ট ডা.মোশফিক চীন থেকে এমডি সম্পন্ন করা দক্ষ ও ওয়েল কোয়ালিফাইড আকুপাংরিষ্ট এবং আকুপাংচার চিকিৎসা শুধু রোগ প্রতিকার নয় প্রতিরোধ ও করে। বাংলাদেশে ঔষধমুক্ত সুস্থ জীবন যাপন করতে আকুপাংচার চিকিৎসাকে আরও জনপ্রিয় এবং কার্যকর করতে আমেরিকান ওয়েলনেস সেন্টার কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে।

Source link : https://www.jaijaidin.news/details/7604/amerikan-welnes-sentarer-ayojne-akupangcar-dibs-2025-palit