আইবিএস, আইবিডি ও গ্যাস্ট্রাইটিসে ভুগছেন? সমাধান পাচ্ছেন না? আমেরিকান ওয়েলনেস সেন্টার আয়োজন করছে একটি ফ্রি সেমিনার যেখানে বিশেষজ্ঞরা জানাবেন এই সমস্যাগুলোর স্থায়ী সমাধানের পথ।
দীর্ঘদিন ধরে আইবিএস (Irritable Bowel Syndrome), আইবিডি (Inflammatory Bowel Disease) বা গ্যাস্ট্রাইটিসে ভুগে আসছেন? খাবার খেলেই পেটে অস্বস্তি, গ্যাস, ব্যথা বা হজমের সমস্যা হচ্ছে? বিভিন্ন চিকিৎসা নিয়েও স্থায়ী স্বস্তি পাচ্ছেন না? আপনার জন্যই আমেরিকান ওয়েলনেস সেন্টার আয়োজন করছে একটি বিশেষ ফ্রি হেলথ সেমিনার, যেখানে অভিজ্ঞ চিকিৎসক, পুষ্টিবিদ ও হেলথ কোচরা আলোচনা করবেন হজমজনিত এই জটিল সমস্যাগুলোর মূল কারণ, এবং কীভাবে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে এগুলোর স্থায়ী সমাধান সম্ভব তা নিয়ে।
আমরা প্রায়ই ওষুধ বা অস্থায়ী চিকিৎসায় নির্ভর করি, কিন্তু অনেক ক্ষেত্রেই আইবিএস, আইবিডি বা গ্যাস্ট্রাইটিসের আসল সমস্যা থেকে যায় আমাদের খাদ্যাভ্যাস, মানসিক চাপ, হরমোনের ভারসাম্যহীনতা এবং জীবনধারার অনিয়মে।
এই সেমিনারে উপস্থিত বিশেষজ্ঞরা দেখাবেন কীভাবে ফাংশনাল মেডিসিন ও ইন্টিগ্রেটিভ মেডিসিনের সমন্বয়ে শরীরের স্বাভাবিক নিরাময় ক্ষমতা জাগ্রত করে প্রাকৃতিকভাবে সুস্থ হওয়া সম্ভব।
পেটের দীর্ঘস্থায়ী সমস্যার প্রকৃত কারণ ও এর প্রভাব
খাদ্যাভ্যাস, মানসিক চাপ ও ঘুমের অভ্যাস কিভাবে হজমের ওপর প্রভাব ফেলে
ফাংশনাল ও ইন্টিগ্রেটিভ মেডিসিনের মাধ্যমে শরীরের ভারসাম্য পুনঃস্থাপন
প্রাকৃতিক খাদ্য, সাপ্লিমেন্ট ও লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে স্থায়ী সমাধান
ব্যক্তিগতভাবে কীভাবে নিজের হজমতন্ত্রকে শক্তিশালী ও সুরক্ষিত রাখা যায়
এই সেমিনারটি তাদের জন্য যারা দীর্ঘদিনের পেটের সমস্যায় ভুগছেন, কিন্তু ওষুধের বাইরে একটি প্রাকৃতিক ও বৈজ্ঞানিক সমাধান খুঁজছেন।
তারিখ: ৫ই অক্টোবর ২০২৫, রবিবার
সময়: সকাল ৯.৩০টা – দুপুর ১.৩০টা
স্থান: আমেরিকান ওয়েলনেস সেন্টার, ঢাকা
হেল্পলাইন: 09666-747470
WhatsApp: +880 1753-461857
রেজিস্ট্রেশন: https://forms.gle/pERcdeDZAhBRUWXv9
আসন সংখ্যা সীমিত! তাই আজই রেজিস্ট্রেশন করুন এবং জেনে নিন কীভাবে প্রাকৃতিকভাবে সুস্থ জীবনযাপন সম্ভব।
#AWC #WellnessSeminar #AmericanWellnessCenter #DhakaHealthcare #স্বাস্থ্যসচেতনতা #naturaltreatment #functionalmedicine #integrativehealth #BangladeshHealth